ভেদুরিয়া ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন ড. শান্ত

তেতুলিয়া নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান শান্ত।
শনিবার (১৩ মে) বিকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় তেতুলিয়া নদীর ভাঙন পরিদর্শন করেন এবং ভাঙনকবলিত ভেদুরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের খোঁজ-খবর নেন।
এ সময় যুবলীগ নেতা মোস্তাক আহমেদ শাহিন, যুবলীগ নেতা মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শাখাওয়াত হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম হোসেন নয়ন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান শান্তসহ আওয়ামিলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।