নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ: একে একে মারা গেলেন ৭ জনই

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকার আরআইসিএল রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় সাতজনই মৃত্যু হলো।
বুধবার (১০ মে) সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দগ্ধ ইব্রাহিম হাওলাদার (৩৫)। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ ছিল।
বুধবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।