ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বিপুল পরিমান গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার করছে র‍্যাব-১৪


১০ মে ২০২৩ ০৬:১৯

ছবি সংগৃহীত

মঙ্গলবাার ময়মনসিংহের গৌরীপুরে ডেংগাবাজার এলাকায় ৩০ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চেকপোস্টে চৌকি বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন (৩০), কাউছার (৪০), এরশাদ মিয়া ও (৩২) মোছা. নিলুফা বেগম (২৭)।
গ্রেপ্তার ৪ জনের মধ্যে ছানাউল, কাউছার ও এরশাদ মিয়ার বাড়ি কসবা থানার ধজানগরে এবং নিলুফা বেগমের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া সদর থানার সুলতানপুরে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৪ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছে। তাদেরকে ময়মনসিংহের গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১৪ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় র‍্যাব-১৪।