ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ভোরের শিশিরের উদ্যোগে ঈদ-পূর্ণমিলনী ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত


৯ মে ২০২৩ ০৩:৩১

উত্তরা ৪ নাম্বার সেক্টর কল্যাণ সমিতির পার্কে ভোরের শিশির সংগঠনের উদ্যোগে, ঈদ-পূর্ণমিলনী ও সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।

রবিবার সন্ধ্যায় উত্তরা ৪ নাম্বার সেক্টর পার্কের বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যগণের স্বতঃপূর্ত অংশগ্রহণে মধ্যে অনুষ্ঠানটি এক মিলন মেলা পরিনত হয়।

এই ঈদ পূর্ণমিলন ও সংগীত সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত দর্শকগণ গান শুনে আনন্দে মেতে ওঠেন।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোঃ মেয়র আতিকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন।

আরো উপস্থিত ছিলেন উত্তরা কল্যাণ সমিতি সেক্টর ৪ এর সভাপতি মেজর (অবঃ) আনিসুর রহমান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডা. শাকিল আহমেদ খান, সভাপতি, ভোরের শিশির, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এস এম জামিরুজামান, সাধারণ সম্পাদক, ভোরের শিশির উপস্থাপনা করেন, মাহমুদুর রহমান ভোরের শিশির।