ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


রাজধানীতে চলন্ত প্রাইভেটকারে আগুন


৫ মে ২০২৩ ০০:০০

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পাশে চলন্ত একটি প্রাইভেটকারে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নাজমা আক্তার।

তিনি বলেন, রাজধানীর বনানী থেকে উত্তরা যাওয়ার পথে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পাশে চলন্ত একটি প্রাইভেটকারে আগুনের ঘটনা ঘটে। যান্ত্রিক গোলযোগের কারণে ইঞ্জিন গরম হয়ে গাড়িতে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে গাড়িটি থামিয়ে চালক ও যাত্রীরা নেমে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।