ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


মোহনপুরে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ


৪ মে ২০২৩ ২৩:৩১

রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল বিলে বজরপুর গ্রামের কৃষক তফিজুল মুন্সির দেড় বিঘা জমির পাকা ধান কেটে দিয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে অর্থ সংকটে থাকা কৃষক তফিজুল মুন্সির মুখে হাসি ফুটেছে।

গতকাল সকাল থেকে মোহনপুর উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলমের নেতৃত্বে ধান কেটে দেন নেতাকর্মীরা।

কৃষক তফিজুল মুন্সির বলেন, আমার পাকা ধান কাটার জন্য অর্থ সংকটের কারণে শ্রমিক নিতে পারিনি। মোহনপুর উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঙ্গে যোগাযোগ করলে তারা আমার দেড় বিঘা জমির ধান কেটে দিয়েছে। আমি প্রধানমন্ত্রী ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি ।

মোহনপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলম বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী প্রত্যন্ত অঞ্চলে শ্রমিক ও অর্থ সংকটের কারণে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় থাকা প্রান্তিক কৃষকদের খোঁজ খবর নিচ্ছি আমরা। কোনো অসহায় কৃষক যদি ধান কাটার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা সেই কৃষকের পাকা ধান কেটে দিচ্ছি।

ধান কাটা কাজে সহযোগিতা করেন উপজেলার বাকশিমইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক তারকাবুর রহমান সরকার, মৌগাছি ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সুমন আহম্মেদ, জাহানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবর আলী বাবু, ধুরইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম শামীমসহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।