ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


সুনামগঞ্জে পূর্বঘোষিত বাস ধর্মঘট স্থগিত


৩ মে ২০২৩ ২০:১৫

পরিবহন শ্রমিকদের মারধর, গাড়ি ভাঙচুর, শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের তিন দফা দাবিতে সুনামগঞ্জে ৪ মে থেকে ডাকা অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।

বুধবার (৩ মে) সুনামগঞ্জে প্রশাসনের আশ্বাসে ধর্মঘটটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির।

এর আগে ৩০ এপ্রিল সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের ধর্মঘটের কথা জানান শ্রমিকরা।

ধর্মঘট স্থগিতের বিষয়ে সুজাউল কবির জানান, তিন দফা দাবি নিয়ে আমরা যে ধর্মঘটের ডাক দিয়েছিলাম সেটি শুনে পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে আলোচনা করেছে। দীর্ঘ আলোচনা শেষে আমাদের দাবির প্রতি পুলিশ একাত্মতা পোষণ করায় আমরা এসএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।