মোহনপুরে ভটভুটির চাপায় পথচারী নিহত

রাজশাহীর মোহনপুরে শ্যালো মেশিন চালিত মাছ বহনকারী ভটভটির চাপায় মো. সোবহান আলী (৪০) নামের এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০২ মে) বেলা ১১ টায় সময় উপজেলার সইপাড়া মোড়ে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
নিহত পথচারী মোহনপুর উপজেলার শিবপুর গ্রামের মৃত সাবের আলী ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোবহান আলী উপজেলার কেশরহাট বাজার থেকে তার ১২ বছর বয়সী মেয়েকে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য সইপাড়া মোড়ে নেমে রাস্তা পার হওয়ার সময় মোহনপুর থেকে আসা মাছ বহনকারী একটি ভটভটি তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভটভটি আটক করে মোহনপুর থানায় নিয়ে আসে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশাহ বলেন, থানায় ইউডি মামলা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।