মোহনপুরে শ্রমিক দলের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

রাজশাহীর মোহনপুরে মহান মে দিবসে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৩ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন উপজেলা শ্রমিকদল।
সোমবার (১ মে) বিকালে উপজেলা চত্তরে র্যালি ও আলোচনা সভা করে দলটির নেতাকর্মীরা। এসময় বক্তারা আমেরিকারর শ্রমিকদের উপর বর্বরোচিত নির্যাতনের স্মৃতিচারণ করেন। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করেন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, প্রধান বক্তা রাজশাহী জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক রোকনুজ্জামান আলম।
আরো উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং মোহনপুর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির আহবায়ক মাহবুব-অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপির সহ-অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।