ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


মোহনপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস পালন


২ মে ২০২৩ ০৫:৩৫

আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে 'মে দিবস' হিসেবে পালন করা হচ্ছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় 'শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি'।

রাজশাহী মোহনপুর উপজেলায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস পালন করেন। আজ সোমবার দুপুর ১২ টার দিকে মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম, পরিচালনা করেন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জুয়েল।

প্রধান অতিথি ছিলেন রাজশাহী ৫৪, পবা-মোহনপুর -৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাশেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, অফিসার ইনচার্জ ওসি সেলিম বাদশাহ্, ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, প্রধান শিক্ষক শহিদুল আলম,সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, পবা উপজেলার জেলা পরিষদের সদস্য তৌফিক, যুবলীগের সভাপতি ইকবাল হোসেন,দলিল লেখক সমিতির সভাপতি ইসরাইল হোসেন সেচ্ছাসেবক লীগের আহবায়ক ইসরাফিল হোসেন (রনি) সদস্য সচিব হুমায়ন কবীরসহ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ।