কেশরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই দোকানীকে নগদ অর্থ প্রদান

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই দোকান মালিককে কেশরহাট বাজার বণিক সমিতির পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার সময় দুই দোকান মালিক মাইনুল ইসলাম ও জামাল হোসেনকে নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময়েউপস্থিত ছিলেন কেশরহাট বাজার বণিক সমিতির আহবায়ক মো. শাহিনুর রহমান (শাহিন), যুগ্ম-আহবায়ক মো.মোস্তাফিজুর রহমান মোস্তাক, মো.পারেচ আলী,কোষাধ্যক্ষ মো. ওসমান আলী, সহ-কোষাধ্যক্ষ মো.শরিফুল ইসলাম, অধ্যক্ষ মো. তাজরুল ইসলাম, উপদেষ্টা কেশরহাট পৌর কাউন্সিল আসলাম আলী, কেশরহাট বাজার বণিক সমিতির সদস্য বুলবুল হোসেন, জাবেদ আলী, ব্যবসায়ী মাহাবুর আলম, সিদ্দিকুর রহমান প্রমুখ।
এর আগে সোমবার (২৪ এপ্রিল) রাত সোয়া ৯ টার সময় কেশরহাটে জামাল হোসেন কসমেটিকস ও মাইনুল ইসলামের জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দুইটি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।