ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


সোহাগ পরিবহনের ড্রাইভার যখন ইয়াবা ব্যবসায়ী


২১ অক্টোবর ২০১৮ ০৫:০৫

রাজধানীর রমনা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সোহাগ পরিবহণের আনিছুল হক ওরফে দুলাল (৪৮) নামের এক চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। সে দীর্ঘ দিন যাবত বাস ড্রাইভারের অন্তরালে কক্সবাজার থেকে ইয়াবা এনে ব্যসা করছিল।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ সাইফুল মালিক শনিবার (২০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ অক্টোবর) সকালে রমনা থানাধীন সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ হসপিটালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৮ হাজার টাকা জব্দ করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক জানান, র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আনিছুল হক দুলালকে গ্রেপ্তার করা হয়। দুলালকে ইয়াবার চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করে।

পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবৎ সোহাগ স্কেনিয়া গাড়ির ড্রাইভার হিসাবে কক্সবাজার টু ঢাকা রোডে যাতায়াত করে। অভিজাত গাড়ির ড্রাইভার হিসাবে লোক চক্ষুর অন্তরালে খুব সহজেই নিষিদ্ধ মাদক ইয়াবা পাচার করে আসছে। তাকে আরো জিজ্ঞাসাবাদে জানা যায়, আজকের এই চালান সরবরাহ করার জন্য তাকে ৮০ হাজার টাকা দেয়া হবে।

সে অতি লাভের আশায়, রাতারাতি ধনী হবার নেশায়, নিজেকে নিষিদ্ধ এ মাদক ব্যবসায় জড়িয়েছে। বর্তমান যুব সমাজে ইয়াবার ব্যাপক চাহিদা থাকায় চড়া দামে বিক্রয়ের উদ্দেশ্য সে কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিত্য নতুন কৌশল ব্যবহার করে ইয়াবা ট্যাবলেট রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল বলেও র‌্যাবের এই কর্মকর্তা জানান।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

এনএএইচ/এমএ