সাতকানিয়ায় সাংবাদিকের ওপর গুলি: শিশুসহ দুজন গুলিবিদ্ধ

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি ইংরেজি দৈনিকের সাংবাদিকের ওপর প্রকাশ্যে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে শিশুসহ দুজন গুলিবিদ্ধ হয়েছে।
রোববার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার এওচিয়ার ৯ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- কামরুল ইসলাম (৫০) ও রাফি রাইয়ান (৫) ।
কামরুল ইসলাম সাতকানিয়া এওচিয়া ইউনিয়নের গাটিয়াডেঙ্গার মৃত এম এ হাসানের ছেলে এবং ইংরেজি দৈনিক দি ডেইলি ইভেনিং নিউজ পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর দায়িত্ব পালন করে আসছেন। আহত শিশু নাম রাফি রাইয়ান স্থানীয় আব্দুর রহিমের পুত্র।
তাদের দুজনকেই প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সাংবাদিক কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় এলাকার মাটিকাটা, বালুকাটা ও ইয়াবা বিক্রির বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করে আসছে। এতে ক্ষুব্ধ হয়ে একটি চক্র তার বিরুদ্ধে অবস্থান নেয়। সর্বশেষ ঈদ ছুটিতে অফিস শেষে বাড়িতে আসলে চক্রটি তার ওপর হামলা চালায়। কামরুল ইসলামকে এলোপাতাড়ি গুলি করার সময় শিশুটি আহত হয়।
এ বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছির আরাফাত জানান, সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আইকে