ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


জবাই করে মানুষ হত্যা


৪ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৫৪

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার মান্দিয়া নামক স্থানে ক্যানেলের পাশে তোয়াজ উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। সে উপজেলার কালাপাড়িয়া আবাসন প্রকল্পের বাসিন্দা ও দরাট মন্ডলের ছেলে।

হরিনাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান মুন্সী জানান, রাতে ক্যানেলে মাছ ধরতে গেলে কে বা কারা তাকে হত্যা করে। কবর পেয়ে, পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের বুকেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

তিনি আরো জানান, একই স্থানে গেল তিন বছর আগে সর্বহারা গ্রুপের হক আলী নামক এক ব্যক্তিকে হত্যার পর মাটিতে পুতে রাখা হয়েছিল।

সেই ঘটনায় মামলার ২নং আসামী ছিল এই তোয়াজ উদ্দিন। তবে কারা হত্যাকান্ড ঘটিয়েছে তা উদ্ধারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এসএমএন