ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


শোলাকিয়া ঈদগাহ ময়দান : নিরাপত্তা বিবেচনায় জেলা পুলিশের ছুটি বাতিল


২১ এপ্রিল ২০২৩ ২৩:৩০

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে জেলা পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। ইতোমধ্যে এই ঈদগাহ ময়দানের সুরক্ষায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন মুসল্লিরা।

শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে শোলাকিয়া ঈদগাহ ময়দানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানান, সাধারণ মানুষ যখন ঈদগাহ ময়দানে আসবেন পুলিশের চারটি চেকপোস্ট পেরিয়ে আসতে হবে। এখানে ওয়াচ টাওয়ার রয়েছে ছয়টি। তার মধ্যে র‌্যাব ব্যবহার করবে দুটি আর চারটিতে পুলিশ থাকবে। মাঠে চারটি ড্রোন ক্যামেরা থাকবে। থাকবে মাইনো কোলারসহ ছয়টি ভিডিও ক্যামেরা। পুরো মাঠ সিসি ক্যামেরার আওতায় থাকবে। যা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। এখানে ফায়ার সার্ভিস কাজ করবে। ছয়টি অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম থাকবে। পুলিশের কুইক রেসপন্স টিম থাকবে। সুইপিং করা হবে। ঈদগাহ ময়দানের নিরাপত্তায় বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়করণের একটি দল ঢাকা থেকে শোলাকিয়া মাঠে মেটাল ডিটেক্টরের সাহায্যে বিশেষ অনুসন্ধান চালাবে। এ ছাড়াও মাঠের নিরাপত্তায় পাঁচ প্লাটুন বিজিবি চাওয়া হয়েছে। আর্মস পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা ছাড়াও সাদা পোশাকে পুলিশ কাজ করবে।

সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, শুক্রবার থেকে কিশোরগঞ্জ শহরের আবাসিক হোটেল ও ছাত্রাবাসসহ বিভিন্ন স্থানে তল্লাশি ও বিশেষ নজরদারি চলছে। শুক্রবার থেকে শোলাকিয়া ঈদগাহ ময়দানে পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প বসছে। ক্যাম্পের সদস্যরা ঈদগাহ ময়দানের সার্বিক নিরাপত্তা পালন করছে। মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে ঈদগাহে টুপি ও জায়নামাজ ছাড়া আর কিছুই সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবেন না। তবে বৃষ্টি হলে ছাতা নিয়ে মাঠে আসা যাবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আল আমিন হোসাইন প্রমুখ।

আইকে