ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ফুলছড়িতে মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও প্রয়াত ডেপুটি স্পিকার'র স্মরণে দোয়া মাহফিল


২০ এপ্রিল ২০২৩ ১৯:২২

গাইবান্ধার ফুলছড়িতে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ২৭শে রমজান উপলক্ষে-বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জনাব মুহাম্মদ খুরশিদ আলম সরকার মহোদয়ের আমন্ত্রণে বুধবার (১৯ এপ্রিল) বিকালে গাভগাছি হাউজে ২৭শে রমজান উপলক্ষে ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও প্রয়াত ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা এ্যাড.ফজলে রাব্বী মিয়া, এমপি এবং মরহুম হাজী আব্দুস ছাত্তার সরকার- স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জনাব মোঃ রিয়াজ উদ্দিন খান,জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান,জেলা প্রশাসক,জেলা পুলিশ সুপার, জেলা ও দায়রা জজ, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট, সাঘাটা ও ফুলছড়ি উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা গন,চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা,অফিসার ইনচার্জ,জেলা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জন প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।