ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


মোহনপুরে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


১৯ এপ্রিল ২০২৩ ০৫:৫৩

রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবজাল হোসেন বকুলের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে মোহনপুর উপজেলার শ্যামপুরহাট মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা যুবলীগের সহ-সভাপতি আলমগীর মোরশেদ রনজু, মোহনপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান আলী, সদস্য জামাল হোসেন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিলন।