ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


‘আওয়ামীলীগের আবার ক্ষমতায় আসা দরকার’


২১ অক্টোবর ২০১৮ ০১:১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। গত ১০ বছরে খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থানসহ বিদ্যুৎ খাতে বর্তমান ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সে কারণে উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও বাংলাদেশ আওয়ামীলীগের ক্ষমতায় আসা দরকার’।

শুক্রবার (২০ অক্টোবর) বিকালে মাগুরা শহরের ভায়না মোড় খাদ্য গুদামের সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ট্রাক-ট্যাংক লরী-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন আয়োজিত মতবিনিময় সভায় এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শ্রমিক নেতা লালু শেখের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।

এসময় দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

এমএ