ঝিনাইদহে র্যাবের হাতে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

ঝিনাইদহের শৈলকুপার চন্ডিপুর গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল ও মোটরসাইকেল সহ এক ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। আটকৃত শাহ আলম খান জিয়া (৪৩) গোপালগঞ্জ জেলার মুকসিদপুর থানার গুনহার গ্রামের শহীদ খানের ছেলে।
ঝিনাইদহ র্যাব-৬ এর কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২ টার দিকে কুষ্টিয়া থেকে মোটরসাইকেল যোগে ঝিনাইদহের দিকে আসার সময় র্যাবের টহলদল জিয়াকে আটক করে। এসময় দেহ তল্লাসী করে একটি বিদেশী ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়।
র্যাব তার মোটরসাইকেলটি জব্দ করে। সে দীর্ঘদিন ধরে ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিল বলেও জানায় র্যাব। তাকে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।