ভালুকায় পুলিশের বিশেষ অভিযানে সংঘবদ্ধ ডাকাতদলের ৪ সদস্য গ্রেফতার

ময়মনসিংহ ভালুকায় পুলিশের বিশেষ অভিযানে আন্ত: ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার, গফরগাঁও সার্কেলের দিক নির্দেশনায় পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে ভালুকা থানাধীন সিটি গার্ডেন এর সামনে রাস্তার উপর ব্যারিকেড স্থাপন করে সংঘবদ্ধ ডাকাতদলের ০৪ (চার) সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার হোমনা থানার চন্ডিপুর এলাকার সুরুজ মিঞার ছেলে শাহ জাহান (৩৮), নরসিংদী জেলার রায়পুরা থানাহাটি এলাকার বাবুল মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৬), জামালপুর জেলার বকশিগঞ্জ থানার বেপারীপাড়া এলাকার লাল মিয়ার ছেলে সবুজ (২৯), এবং ময়মনসিংহের মুক্তাগাছা সোনাপুর এলাকার মৃত এছাক আলীর ছেলে আবু তালেব (৩০)।
এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পুরাতন (টয়োটা) প্রাইভেট কার, কালো প্লাস্টিকের বাটযুক্ত তিন (০৩) টি স্টিলের চাকু একটি কাঠের লাঠি ও কালো রঙ এর রশি উদ্ধার করা হয়।
উক্ত আসামীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনসহ একাধিক মামলা চলমান আছে।
ওসি কামাল হোসেন জানান, আটককৃত আসামীরা সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা কৌশলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তাহাদের ব্যবহৃত প্রাইভেট কার গাড়িতে সাধারণ যাত্রীদের উঠাইয়া তাহাদের নিকট হইতে নগদ টাকা পয়সাসহ মালামাল ডাকাতি করিয়া থাকে।
উক্ত ঘটনায় বাদীর লিখিত এজাহার প্রাপ্তির ভিত্তিতে ভালুকা মডেল থানার মামলা নং- ৩৪ তারিখ-১৭/৪/২০২৩ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করে ,আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ অভিযান অব্যাহত আছে।