ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


কুমিল্লায় মালবাহী-যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ, ৭ কোচ লাইনচ্যুত


১৭ এপ্রিল ২০২৩ ০৩:৫৮

কুমিল্লার নাঙ্গলকোটে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতটি কোচ লাইনচ্যুত হয়েছে। এসব কোচ দুমড়ে-মুচড়ে গেছে বলে জানা গেছে।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুইটি ট্রেনই চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিল। এরমধ্যে উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশন এলাকায় মালবাহী ট্রেনটি দাঁড়িয়ে ছিল। সেটিকে পেছন থেকে ধাক্কা দেয় সোনার বাংলা এক্সপ্রেস।

এই দুর্ঘটনায় বন্ধ হয়ে পড়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হন বলে জানা গেছে।

আইকে