ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


র‍্যাবের অভিযানে রোগীর পরিবর্তে এম্বুলেন্সে মিলল ফেন্সিডিল


১৬ এপ্রিল ২০২৩ ১৭:৪৫

রোগীর পরিবর্তে এম্বুলেন্সে সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকার আশুলিয়া শিল্পঅঞ্চল ফেন্সিডিল এনে দীর্ঘ দিন যাবৎ মাদক কারবার চালিয়ে আসছিলো একটি চক্র।

অবশেষে র‌্যাবের অভিযানে ৩৪৩ বোতল ফেন্সিডিলসহ মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে র‌্যাব। গ্রেপ্তার করা হয়েছে চার মাদক কারবারিকে।

শনিবার ( ১৫ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় র‌্যাব।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন, লালমনিরহাট জেলার করিমুল ইসলাম (৩২), নুর মোহাম্মদ (২৮), আশিকুর রহমান বাবু (২২) ও ফরিদা আক্তার শিল্পি (৩৫)।

র‌্যাব জানায়, দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল এনে ঢাকা জেলার আশুলিয়া, সাভার, ধামরাইসহ বিভিন্ন এলাকায় এসব মাদক বিক্রি করা হতো। আর ফেন্সিডিল পরিবহনে মাদক কারবারিরা অ্যাম্বুলেন্স ব্যবহার করতো। পরে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ ও ১৪ মার্চ আশুলিয়ার বলিভদ্র ও শ্রীপুর এলাকায় আলাদা অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৩৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় চার মাদক কারবারিকে।

র‌্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, আটক মাদক কারবারিরা লোক চক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট সরবরাহ করে আসছিলো। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।