নেত্রকোনা মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফল হক এর যোগদান

গতকাল ১০তারিখ রাতে নেত্রকোনা মডেল থানা অফিসার ইনচার্জ রুমে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক এর সভাপতিত্বে নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুল হক এর যোগদান এবং বিদায়ী অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রায় দুই বছর অফিসার ইনচার্জ হিসেবে অত্র থানা পরিচালনা করেন খন্দকার শাকের আহমেদ। ভালো কাজের স্বীকৃতিস্বরুপ তিনি একাধিকবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হন। বিদায়কালে তিনি বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন এবং পরিবার পরিজন নিয়ে ভালো থাকার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
এদিকে নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুল হক সকলকে পাশে রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে নেত্রকোনা মডেল থানা এলাকাকে অপরাধমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।