ঝিনাইদহে ২ দিনে মদ পানে মৃত্যু ৩

ঝিনাইদহের কালীগঞ্জে অতিরিক্ত মদ পানে মুন্না দাস (২৫), শুভংকর মিত্র টিটো (৪০) ও বিকাশ কুমার বাপ্পি (৫০) নামের ৩ ব্যক্তি মারা গেছে।
এছাড়া অসুস্থ্য হয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে তপন (৩৫) ও নির্মল (৫৫) নামের ২ ব্যক্তি । বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুসাইন সাফায়াত।
মদের সাথে অন্য কোন মাদক মিশিয়ে পান করার কারণে বিষোক্রিয়ায় মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন হাসপাতালের ডাক্তার।
হাসাপাতাল ও বিভিন্ন সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গোৎসরের বিসর্জনের আগের দিন ও বিসর্জনের দিন অতিরিক্ত মদ পান করায় এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ কলেজপাড়ার অখিল দাসের ছেলে ও স্থানীয় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মচারী মুন্না দাস, কালীগঞ্জ কালীবাড়ি মোড়ের বিমল মিত্রের ছেলে শুভংকর কুমার টিটো ও বলিদাপাড়া গ্রামের মৃত বিমল সরকারের ছেলে ব্র্যাক কর্মচারী বিকাশ কুমার বাপ্পি যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ্য হয়ে ভর্তি রয়েছেন, নিশ্চিপ্তপুর গ্রামের নিমাই দাসের ছেলে তপন দাস ও একই গ্রামের অগর দাসের ছেলে নির্মল দাস।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী জানান , মদপানে ৩ জন মারা গেলেও কেউ থানায় মামালা করেনি।
এসএমএন