ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


চকবাজারে সিরামিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট


১১ এপ্রিল ২০২৩ ১৭:৪৩

রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি ভবনের ৫ তলায় সিরামিকের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বেলা পৌনে ১১টায় আগুনের খবর পেয়ে প্রথমে সেখানে পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে। পরে আরও ইউনিট যোগ দিয়েছে। এখন মোট সাতটি ইউনিট কাজ করছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আইকে