ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ভূয়া ডক্টরেট ডিগ্রি দিয়ে অভিনব প্রতারণা  শরিয়তপুরের সবুজ মোল্যার


১০ এপ্রিল ২০২৩ ০৩:০৫

অষ্ট্রেলিয়া থেকে ইংরেজীতে ডক্টরেট করেছেন, অথচ অনুসন্ধানে দেখা গেছে বাস্তবে সে এস এস সি পাশ। এসএসসি সার্টিফিকেট এবং জাতীয় পরিচয় পত্রে তার নাম সবুজ মোল্যা। কিন্তু এইচএসসি সার্টিফিকেট নাম সবুজ হাসান। ভুয়া সার্টিফিকেট বানাতে শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর গ্রামের ইদ্রিস মোল্যার ছেলে, নামের কারেকশন করে হয়ে গেছেন সবুজ মোল্যা থেকে সবুজ হাসান।

সে অস্ট্রেলিয়া থেকে ডক্টরেট ডিগ্রি করেছেন বলে নিজেকে পরিচয় দিয়ে অভিনব প্রতারণা করেন মানুষের সাথে। শুধু তাই নয় বিভিন্ন দেশ থেকে ডক্টরেট ডিগ্রি এনে দেবার ক্ষমতা রাখেন তিনি। এমন কি অস্ট্রেলিয়া থেকে ডক্টরেট ডিগ্রি এনে দিবেন বলে বিভিন্ন মানুষকে টার্গেট করে, অভিনব কায়দায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন এবং তাদের সাথে সকল যোগাযোগ বন্ধ করেদেন এই সবুজ মোল্যা নামের ভুয়া ড. সবুজ হাসান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান,
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতারক ও ভুয়া ড. সবুজ হাসানের সাথে পরিচয় হয় আমার। কথায় কথায় আমার সাথে তার একটা সখ্যতা গড়ে ওঠে। এক পর্যায়ে আমাকে অস্ট্রেলিয়া যাবার অফার করেন আর আমিও রাজি হয়ে যাই এবং তাকে আমি প্রাথমিক ভাবে ২৫০,০০০ (আড়াই লক্ষ) টাকা প্রদান করি। টাকা নেবার পর আমার মোবাইল নম্বর এবং ফেসবুক আইডি ব্লক করে দেন।

এভাবেই সে অভিনব কায়দায় প্রতারণা করেন। সে পরিচয় দেন ইষ্ট ডেল্টা ইউনিভার্সিটির এইচ আর প্রধান, কিন্তু খোজ নিয়ে দেখা যায় সবুজ মোল্যা নামে কেউ এই প্রতিষ্ঠানে চাকরী করেন না বা তাকে কেউ চেনেনও না। এভাবেই সে বড় বড় নামীদামী প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে তার কু-কর্ম চালিয়ে যান। এছাড়াও সে পরিচয় দেন নর্থ বেঙ্গল এগ্রো কেয়ার এর সিইও তিনি, দেশ বন্ধু গ্রুপের এইচ আর প্রধান। এভাবে তার সিভি দেখিয়ে সম্প্রতি ইনোকপ গ্লোবাল টেকনোলোজীতে জেনারেল ম্যানেজার পদে চাকুরী নেন গত মাসে। এবং মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগের কথা বলে প্রায় ৭ জনের নিকট হতে ১০ লক্ষ টাকা ঘুষ নেন। উক্ত টাকা নেবার পর থেকে ইদ্রিস মোল্যার ছেলে ডক্টর সবুজ হাসানের মুখোশধারী সবুজ মোল্যা ইনোকপের অফিসে না এসে গা ঢাকা দেন এবং কোম্পানীর সকল কর্মকর্তা ও ডিরেক্টরদের মোবাইল নম্বর ও ফেসবুক ব্লক করে দেন।

এ বিষয়ে ইনোকপ এর ম্যানেজার আশিকুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন,
আমাদের কোম্পানীর নাম ভাঙ্গিয়ে ছদ্দবেশী সবুজ মোল্যা মানুষের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন। আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।