ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


গরু পাচারকারীদের সঙ্গে বিজিবির গোলাগুলি, নিহত ১


৯ এপ্রিল ২০২৩ ১৭:৪০

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে গরু পাচারকারীদের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনায় এক দোকান কর্মচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (৯ এপ্রিল) কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৮ এপ্রিল) রাতে সাড়ে ৯টায় ওই ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ এলাকার মৃত জাকের আহমদের ছেলে আবদুর জব্বার (৪০)। তিনি স্থানীয় একটি দোকানের কর্মচারী। আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যান শামসুল আলম জানান, শনিবার রাতে পূর্ব কাউয়ারখোপ এলাকায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা পাঁচ থেকে ছয়টি গরু জব্দ করেন বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের সদস্যরা। পরে গরুগুলো নিয়ে আসার সময় ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান পাচারকারীরা। একপর্যায়ে বিজিবির সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ও গুলি ছোড়েন তারা। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি ফাঁকা গুলি ছোড়ে। এতে স্থানীয় নির্মাণসামগ্রী দোকানের কর্মচারী আব্দুর জব্বার নিহত ও তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তিনি আরও জানান, ওই ঘটনার পরপরই বিজিবির সদস্যরা নিহতের মরদেহ নিয়ে গেছেন। পরে সংবাদ পেয়ে রামু থানার ওসি মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিমের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

রামু থানার ওসি মো. আনোয়ার হোসাইন জানান, শনিবার রাতে ওই ঘটনায় একজন নিহত হয়েছেন।

আইকে