রূপগঞ্জে ‘অদম্য বাংলাদেশে’র ইফতার ও আলোচনা সভা

"অদম্য বাংলাদেশ" এর রূপগঞ্জ উপজেলার আহ্বায়ক কমিটির উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার ভুলতা আব্দুল হক সুপার মার্কেটের তৃতীয় তলায় প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার পাঠক সংগঠন "অদম্য বাংলাদেশ" এর কার্যালয়ে এ ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের আহ্বায়ক মনজুর হোসেন ভূঁইয়া।
সভায় অংশগ্রহণ করেন, সদস্য সচিব সুমন মজুমদার, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিবেদক সাইফুল ইসলাম, কামরুল হাসান, সদস্য সুন্দর আলী দেওয়ান, মনির দেওয়ান, মাসুদ মোল্লা, কবি সাইদুর রহমান, যুবরাজ রাজ্জাক, আসাদ আল মুনসুর, লতিফ সরকার, তারা মিয়া, মাসুদ পারভেজ, হানিফ ভূঁইয়া, ইসলাম পাঠান, জাকির ভুইয়া, শাহেলা ইসলাম, সাজেদা খাতুন প্রমুখ।
সংগঠনের আহ্বায়ক মনজুর হোসেন ভূঁইয়া বলেন, বর্তমানে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোরগ্যাংসহ সমাজের নানা সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধানের জন্য মানুষকে সচেতন করতে হবে। আর সচেতন করার লক্ষ্যে "অদম্য বাংলাদেশ" সংগঠনের মাধ্যমে আমরা সদস্যরা সমাজের জন্য কাজ করব। ঈদের পর থেকেই এই কার্যক্রম আমরা চালিয়ে যাব। আর এ কার্যক্রমের সহযোগিতার জন্য প্রয়োজন রূপগঞ্জ থানা ও উপজেলা প্রশাসনের। আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ।
প্রতিদিনের বাংলাদেশের কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে আহ্বায়ক মনজুর হোসেন ভূঁইয়া আরও বলেন, আমি প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আজকে "অদম্য বাংলাদেশ" পাঠক সংগঠনের মাধ্যমে আমরা সমাজের পিছিয়ে থাকা নানা বিষয়গুলো উঠিয়ে আনতে পারছি।