মোহনপুরে র্যাব পরিচয়ে ছিনতাইয়ে ব্যবহৃত গাড়ির ছবি প্রকাশ

রাজশাহীর মোহনপুর উপজেলার সীমান্ত এলাকার ধামিন নওগাঁ বিলের মাঝখানের রাস্তায় র্যাব পরিচয়ে ছিনতাইয়ে ব্যবহৃতি গাড়ির ছবি প্রকাশ করেছে পুলিশ।
শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে জেলা পুলিশের ফেসবুক পেজে ছিনতাই কাজে ব্যবহার করা প্রাইভেট কারের দুইটি ছবি দেয়া হয়।
তাতে উল্লেখ করা হয়েছে, ‘‘ছবিতে দেখতে পাওয়া গাড়িটি গত ৬ এপ্রিল মোহনপুর থানার কেশরহাট এলাকায় প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত। গাড়িটি যদি কেউ সনাক্ত করতে পারেন তবে নিম্নের নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। এগুলো হল, ০১৩২০১২২৫০৩, ০১৩২০১২২৫৪৪ ও ০১৩২০১২২৬৪৬। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং পুরস্কৃত করা হবে।’’
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে পাঁচজন যুবক নিজের র্যাব পরিচয় দিয়ে এক ব্যক্তির মাথায় পিস্তল ঠেকিয়ে ৫ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই হয়। এ ঘটনার বিকেলে মোহনপুর থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী মোজাহার আলী (২৮)।
অভিযোগের বরাদ দিয়ে ওসি জানান, দুপুর ১ টার দিকে মোজাহার আলী কেশরহাট ইসলামী ব্যাংক শাখা থেকে ৫ লাখ ৮০ হাজার টাকা তুলে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ধামিন নওগাঁ বিলের মাঝখানের রাস্তায় প্রাইভেট কার যোগে পাঁচজন যুবক তাদের গতিরোধ করে নিজের র্যাব পরিচয়ে দিয়ে তল্লাশী করার কথা বলে। এসময় তারা পিস্তল বের করে টাকার ব্যাগসহ দুর্বৃত্তরা মোজাহার এবং সাথে থাকা ভ্যানচালক ও তার মামা মজোপাড়া গ্রামের নজের আলীর ছেলে দুলাল হোসেন (৪০) এর মোবাইল ফোন কেড়ে নিয়ে মাইক্রোবাসে উঠিয়ে নওগাঁর প্রত্যন্ত অঞ্চলে চোখ বেঁধে রাস্তার ধারে ফেলে পালিয়ে যায়।
ভুক্তভোগী বাগমারা উপজেলার আউচপাড়া ইউপির ইন্দ্রপুর গ্রামের আলহাজ্ব ফজের আলীর ছেলে। মোজাহার আলী ও তার স্ত্রী কুমিল্লা মুন ডায়াগনস্টিক সেন্টারে প্যাথোলজিস্ট হিসেবে কর্মরত। ছুটি নিয়ে নিজ গ্রামে এসেছেন বাড়ির কাজ করার জন্য। তিনি রড ও সিমেন্ট কেনার জন্য টাকাগুলো ব্যাংক থেকে উত্তোলন করে বাড়ি নিয়ে যাচ্ছিলেন।
মোহনপুর থানার ওসি সেলিম বাদশাহ বলেন, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। আপাতত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছেনা। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে কারা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত। এছাড়াও ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেটিও খতিয়ে দেখা হচ্ছে।