বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৮

বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ি দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছেন। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৭ এপ্রিল) দুপুরের দিকে রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের খানতাম পাড়া এলাকায় পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাসনাল ফ্রন্ট (কেএনএ) এর সাথে অস্ত্রধারীদের গোলাগুলি হয়েছে।এ ঘটনায় জলপাই রঙের পোশাক পরিহিত ৮ জনের লাশ উদ্ধার করে বান্দরবানের হাসপাতল মর্গে রাখা হয়েছে।। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা সবাই বম জনগোষ্ঠীর বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, কুকি চীন ন্যাসনাল ফ্রন্ট (কেএনএ) সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ৭ জনকে হত্যার কথা স্বীকার করেছে।
তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির খাং বম, বয়রেম বম, জাহিম বম, লাল লিয়ান বম, লালঠা জার বম। তবে অন্যদের নাম পাওয়া যায়নি।
আইকে