বোরহানউদ্দিনে ১১ জুয়ারী আটক
-2023-04-07-12-25-44.jpg)
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুব ইউনিয়নের ৫ নং ওয়ার্ড থেকে ১১ জুয়াড়িকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
আটককৃতরা হলেন, কুতুবা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জসিমের ছেলে জিহাদ (২২), শাহজাহানের ছেলে টুটুল (৩৮),আব্দুল বারেক ব্যাপারীর ছেলে শাহীন (৩৫), সিদ্দিক বদ্দারে ছেলে সালাউদ্দিন (৪০), ইসমাইলের ছেলে জুয়েল (১৯), টবগী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নুর ইসলামের ছেলে হিরন (৩৫), নাসিরের ছেলে হেলাল (৩২),ফারুকের ছেলে সোহাগ (১৮), কামালের ছেলে ফরিদ (১৮), ও পৌর এলাকার ১ নং ওয়ার্ডের মোতালেব ফরাজীর ছেলে নিরব (৪৫) ও ২ নং ওয়ার্ডের ছলেমান ফরাজীর ছেলে আলাউদ্দিন (৪০)।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুরমা ব্রিকস এর দক্ষিণ পাশে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানার নন.এফ.আই.আর প্রসিকিউশন নং-৬৮/২৩, বিজ্ঞ আদালতে প্রেরণ করে পুলিশ।
এদিকে একই রাতে ২০ পিস ইয়াবাসহ ১ জন আটক ও জিআর ৪টিসহ সিআর ৮টি ওয়ারেন্ট তামিল করা হয়। নিয়মিত মামলায় ১ জনকে গ্রেফতার করা হয়।