বোরহানউদ্দিন পক্ষিয়া ইউপিতে অসহায় ও দুস্থদের মাঝে চাল বিতরণ

ভোলার বোরহানউদ্দিনে মাননীয় প্রধানমন্ত্রীর গ্রামীন পর্যায়ে দুঃস্থ ও অসহায়দের মাঝে ২ বছর মেয়াদী ৩০ কেজি হারে ভিডাব্লিউবি কর্মসূচির উপকার ভোগীদের মাঝে জানুয়ারি,ফেব্রুয়ারী ও মার্চ মাসের চাল বিতরন অনুষ্ঠিত হয়েছে।
৫ এপ্রিল বুধবার সকালে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদ এ চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার।
চাল বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান আলাউদ্দিন সরদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে , মাননীয় প্রধানমন্ত্রী অসহায় দুস্থদের কথা ভাবেন।
এসময় তিনি আরও বলেন, পক্ষিয়া ইউনিয়নে ভিডাব্লিউবি এর চাল ২২৩টি পরিবারের মাঝে প্রত্যেককে প্রতিমাসে ৩০ কেজি করে তিন মাসের মোট ৯০ কেজি চাল বিতরণ করা হবে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের জন্য এ চালের ব্যবস্থা করেছেন।কেউ এ চাল বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন,পক্ষিয়া ইউনিয়নের কোন বাজারে পরিষদের চাল কেউ বিক্রি করলে আমাকে জানাবেন কারন এ চাল অসহায় ও দুস্থ মানুষের সহায়তার জন্য। এচাল বিক্রির জন্য নয়।কেউ এ কাজ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।কোন বাজার ব্যবসায়ীকে সহায়তার চাল কিনতে নিষেধও করেন তিনি।
আলাউদ্দিন সর্দার সাংবাদিকদের বলেন আপনাদের মাধ্যমে বিষয়টি জনগনকে জানাতে চাই যাতে কেউ এর সাথে জড়িত থাকলে সতর্ক হয়ে যায়।
তিনি আরও বলেন, পক্ষীয়া ইউনিয়ন পরিষদ নিয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে আসছে তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। চাল বিতরণ অনুষ্ঠানে প্রাথমিক উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও ট্যাগ অফিসার হীরামন বৈদ্য, ইউপি সচিব আশরাফ উদ্দিন, ইউপি সদস্য মোহাম্মদ হাবিবুল্লাহ মীর,মোঃ সেলিম, মোঃ মামুন, আলমগীর, রিপন ও সংরক্ষিত মহিলা সদস্য পেয়ারা বেগম, রাবেয়া বেগম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।