মোহনপুরে প্রতিপক্ষের মারপিটে আহত একই পরিবারের চারজন, থানায় অভিযোগ

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকার সাকৌয়া গ্রামে পুকুরের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটে।
গত রবিবার (২ এপ্রিল) সকালে এঘটনায় একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরদিন রাতে মোহনপুর থানায় প্রতিপক্ষ একই পরিবারের ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন আহত ভুক্তভোগী পরিবারটি।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ। তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগ ও আহত পরিবার সূত্রে জানা গেছে, সাকৌয়া গ্রামের পশ্চিম পাড়ার মৃত আরজ আলীর ছেলে সুলতান আলী, তার স্ত্রী আতর জান ও ছেলে ফুরকান এবং ছেলের বৌকে নিয়ে বাড়ির পাশের নিজেদের পুকুরের পাহাড়ি বাধার কাজ করছিলেন। এসময় পুকুরের উত্তর পাশের জমির মালিক প্রতিবেশি মৃত শরিয়ত আলীর ছেলে হাকিম তার স্ত্রী ও তিন ছেলে মাইনুল, সাদেকুল ও নজরুল ইসলাম পাহাড়ি বাধার কাজ বন্ধ করে দেন। সেসময় সীমানা নির্ধারণ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে।
ভুক্তভোগী আহত পরিবারটির দাবি, তাদেরকে দেশিয় ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে মারাত্মক যখম করা হয়। হাসুয়ার কোপে সুলতানের হাতে, তার স্ত্রীর পায়ের উপরে মারাত্মক যখম হয়। এছাড়াও ছেলের দু-চোখ উপড়ে ফেলার চেষ্টা করে হামলাকারীরা।