ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


রূপগঞ্জে এক হাজার নারী-পুরুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ


৫ এপ্রিল ২০২৩ ০২:১৪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য আনসার আলীর অর্থায়নে নারী -পুরুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকেলে উপজেলার রুপগঞ্জ ইউনিয়নের মুশুরি এলাকায় এসব ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

ঈদ বস্ত্র নিতে আসা কোহিনুর, আমেনা খাতুন, শাহনেওয়াজ, হিম্মত আলীসহ আরো অনেকে বলেন, ঈদের কাপড় পাইয়া আমরা অনেক খুশি হইছি। সব সময় আমগরে খাওন দিয়া সহযোগিতা করছে।আনসর আলীরে আল্লাহ আরো দিবো । আমরা হেরে সবসময় এভাবে পাশে রাখতে চাই।

ঈদ বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মাহবুবুর রহমান মেহের, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি মোমেন মিয়া,সহ-সভাপতি ফারুক মিয়া, ইউপি সদস্য খোরশেদ আলম, ২ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, নবী হোসেন, সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ জিলানী ভান্ডারী, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, আবু তাহের, অলিউল্লাহ, আমিনুর ভূঁইয়া, ফরিদ ভূঁইয়া প্রমুখ।