বেনাপোলে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

যশোরের বেনাপোলে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। শনিবার ভোরে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের চারা বটতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গ্রামের কৃষকেরা মাঠে কাজ করার জন্য যাওয়ার পথে রাস্তার পাশে গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ধারণা করা হচ্ছে, ভোর রাতের দিকে কে বা কারা চোখে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করে লাশটি ফেলে যায়। যুবকের কোনো পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, ভোরে এলাকাবাসী থানায় খবর দেয় ছোট আঁচড়া গ্রামের চারা বটতলার মোড়ে একটি মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর মর্গে পাঠানো হয়েছে।
এসএমএন