ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


চোরাকারবারীদের সাথে বিজিবির সংঘর্ষ: নিহত কারবারি


১ এপ্রিল ২০২৩ ২৩:৩৭

নেত্রকোনা জেলার বারমারী সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে সুপারি পাচার এবং এর বিনিময়ে মাদক আসার গোপন তথ্যের ভিত্তিতে ৩১ মার্চ রাতে বারমারী বিওপি হতে হাবিলদার মোঃমিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করছিলো। রাত ২.৩০ ঘটিকায় সংঘবদ্ধ একটি চোরাকারবারি চক্র অতর্কিত দেশিয় অস্ত্র দিয়ে আক্রমণ করে আক্রমণ এর এক পর্যায়ে টহল কমান্ডার মোঃ মিনহাজ উদ্দিনকে দা দিয়ে কুপ দিলে গুরতর আঘাতপ্রাপ্ত হয়, এসময় জখম অবস্থায় মিনহাজ উদ্দিন আত্নরক্ষার্থে ২ রাউন্ড ফায়ার করলে চোরাকারবারির মোঃ আমিনুল ইসলাম এবং অপর একজন চোরাকারবারি জায়দুল ইসলাম গুলিবিদ্ধ হয়।

পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ আমিনুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত বিজিবি সদস্য হাবিলদার মিনহাজ উদ্দিনকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও টহল দলের সামান্য আঘাতপ্রাপ্ত সদস্যদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ সময কর্মস্থল থেকে পাচারের উদ্দেশ্যে আনা সাত বস্তা সুপারি জব্দ করা হয়।

এই ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।