ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


নারী ও শিশু অধিকার ফোরামের প্রতিবাদ কর্মসূচি রোববার


১ এপ্রিল ২০২৩ ১৯:২৮

সম্প্রতি র‌্যাব হেফাজতে নওগাঁয় সুলতানা জেসমিনের মৃত্যু এবং সাভারে সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল রোববার কর্মসূচি করবে নারী ও শিশু অধিকার ফোরাম। এদিন সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই কর্মসূচি হবে।

সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী জানান, নওগাঁয় সুলতানা জেসমিনকে হত্যা ও সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে ‘বিনা বিচারে হত্যা-গুম ও নির্যাতন, আর কতকাল সইবে বাংলাদেশ?’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান।

এ ছাড়া কর্মসূচি পরিচালনা করবেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

আইকে