ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


মায়ের সাথে অভিমান করে ১২বছর বয়সী ছেলের আত্মহত্যা


৩১ মার্চ ২০২৩ ২৩:২৬

মায়ের সাথে অভিমান করে মোঃ হাছনাইন (১২) নামের এক শিশুর গলায় ফাঁস দিয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক।

শুক্রবার ১২টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত মোঃ হাছনাইন ওই এলাকার মোঃ শাহাবুদ্দিনের ছেলে এবং দুলারহাট দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র।

পরিবার ও পুলিশ জানায়, সকাল ১১টার দিকে ছোট ভাই ইয়ামিনের সাথে হাছনাইনের পাখির বাসা নিয়ে ঝগড়া হয়। ছোট ভাইয়ের সাথে ঝগড়া করার কারণে হাছনাইনের মা তাকে বকাঝকা করেন। তার কিছুক্ষন পরে ছোট ভাই ইয়ামিন তাদের বসত ঘরের পাশে লাকরির ঘরে রশির সাথে হাছনাইনকে ঝুলতে দেখে। খবর পেয়ে তার দাদা আঃ মালেক হাছনাইনের মরদেহ রশি থেকে খুলে নেয়। ঘটনার দুই ঘন্টা পর খবর পেয়ে দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক ঘটনাস্থলে যান। পুলিশ গলায় ফাঁস দেওয়া রশি জব্দ করা হয় এবং মরদেহ থানায় নিয়ে আসেন।

দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক জানান, ছেলেটি তার মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে বলে তার পরিবারের লোকজন জানিয়েছে এবং গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে পাঠানো হবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।