কেরানীগঞ্জের সব খেলার মাঠ উদ্ধার করে খেলাধুলার উপযোগি করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, কেরানীগঞ্জের খেলা-ধুলার মানকে আরো এগিয়ে নিতে কেরানীগঞ্জের ছোট বড় সকল খেলার মাঠ উদ্ধার করে খেলাধুলার উপযোগি করা হবে।
শুক্রবার বিকেলে নসরুল হামিদ স্পোর্টস একাডেমি আয়োজিত নসরুল হামিদ গোল্ডকাপ ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রয়োজনে নিজ অর্থায়নে ক্রিকেট ও ফুটবলসহ একাধিক একাডেমির পৃষ্ঠপোষকতা করবো। কারন খেলাধুলার কোন বিকল্প নেই। তরুণদের মাদক থেকে বাচাঁর উপায়ই হলো খেলাধুলা। তাই আমরা বেয়ারা এলকায় অধ্যাপক হামিদুর রহমান ক্রিকেট স্টিডিয়াম , ইকুরিয়া বেপারী পাড়ায় ফুটবল স্টিডিয়াম ও তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে পমিলা ইনডোর স্টিডিয়াম তৈরি করবো। এখানে প্রশিক্ষণ নিয়ে গড়ে উঠবে ক্রীড়াবিদ।