ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


পানি পান করতে এসে আটক হরিণ সংরক্ষিত বনে অবমুক্ত


৩১ মার্চ ২০২৩ ০০:৫৪

মিষ্টি পানি পান করতে লোকালয়ে এসে জনতার হাতে আটককৃত চিত্রাল হরিণটিকে বৃহস্পতিবার সকালে চরফ্যাশন রেঞ্জের বিট অফিসার মো. কাশেম উদ্ধার করে চরমানিকা বিটের চর ইসলাম সংরক্ষিত ম্যানগ্রোভ বনে দুপুর সোয়া ১টার সময় অবমুক্ত করেছেন।

বিট কর্মকর্তা কাশেম জানান, চরফ্যাশন উপজেলাধীন ওমরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আবাসন সংলগ্ন খালে সকালে পানি পান করার সময় মো. শামিম (১০) দেখতে পেয়ে ডাক চিৎকার করলে সালামত উল্লাহ, কবির, মোশারফ হরিণটিকে আটক করে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামকে অবগত করেন।

তিনি হরিণটিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বেধে রেখে চরফ্যাশন বনবিভাগ রেঞ্জের বিট কর্মকর্তা কাশেমকে মোবাইল ফোনে অবগত করেন।

আবুল কাশেম হরিণটিকে চেয়ারম্যানের কাছ থেকে বুঝে নিয়ে ভোলা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার ও বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলামকে জানান।

তারা উদ্ধারকৃত চিত্রাল হরিণটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করার নির্দেশনা মোতাবেক ওমরপুর ইউনিয়ন থেকে চরমানিকা বিটের চরইসলাম সংরক্ষিত ম্যানগ্রোভ বাগানে বন প্রহরীদেরকে নিয়ে হরিণটিকে অবমুক্ত করেন।

অবমুক্ত করা চিত্রাল হরিণটির ওজন প্রায় ৪০ কেজি বলে ধারনা করেছেন বিট কর্মকর্তা।