ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


কক্সবাজার অনলাইন সাংবাদিক ফোরাম'র আত্মপ্রকাশ


২৯ মার্চ ২০২৩ ১৭:৪১

সংগৃহিত

কক্সবাজার জেলায় অনলাইন নিউজ পোর্টাল/টিভি'তে কর্মরত সিনিয়র ও জুনিয়র সাংবাদিকদের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে "কক্সবাজার অনলাইন সাংবাদিক ফোরাম"।

মঙ্গলবার অত্র সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে সংগঠন গোছানোর জন্য সকল সদস্যের সম্মতিক্রমে, ইটিএন এর সম্পাদক নুরুল আজিম মিন্টু আহ্বায়ক ও নিউজ ভিশন এর সহ-মফস্বল সম্পাদক সাঈদী আকবর ফয়সাল কে সদস্য সচিব করে ১৯সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করেন সংগঠনের উপদেষ্টা, নিউজ ভিশন এর সম্পাদক রফিকুল ইসলাম ও বেঙ্গল টিভির চেয়ারম্যান এম. নুরুল কামাল আকাশ।

উক্ত কমিটিতে যথাক্রমে যারা রয়েছেন, সিঃ যুগ্ম-আহ্বায়ক আমির হোসাইন (সি টিভি বাংলা), যুগ্ম-আহ্বায়ক গিয়াস উদ্দিন (দৈনিক আলোকিত উখিয়া), মোঃ ইয়াছিন আরফাত (নতুন সময় টেলিভিশন), মাহাবুব আলম (ঈদগাঁও দর্পণ), আনোয়ার হোসেন রিপন (কক্সবাজার কন্ঠ ২৪), নির্বাহী সদস্য নুরুচ্ছফা জাহেদ (কক্স জার্নাল), আজিজুর রহমান রাজু (সিবিএন), সালাহ উদ্দিন (আমাদের কক্সবাজার), সদস্য সায়মন সরওয়ার কায়েম (ঈ প্লাস টিভি), আশফাক উদ্দিন আরফাত(আলোকিত উখিয়া), ইমরান তাওহীদ রানা(দৈনিক দূরন্ত), জিয়াউল হক জিয়া(চলণ বিলের আলো), ফারুক আজম(নিউজ ভিশন), জাওয়ান উদ্দিন(দৈনিক দেশচিত্র), সাইফুদ্দিন আল মোবারক(ঢাকা টাইমস), রবিউল আলম রবি(ভয়েস অব ঈদগাঁহ), শহীদুর রহমান রাফি(কক্সবাজারবাণী)।

কমিটি ঘোষণার পর সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম বলেন, সদস্য ফরম পূরণের মাধ্যমে সকল সদস্যের বায়োডাটা সংগ্রহ করে সুন্দর করে সাজিয়ে আগামী ১মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার প্রস্তুতি নেওয়ার জন্য এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, আশা রাখবো এই কমিটির নেতৃত্বে অনেকদূর এগিয়ে যাবে এই সংগঠন।