ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


অপকৌশলে আওয়ামী লীগে প্রবেশ বিশৃঙ্খলা সৃষ্টির কারণ নব্য আওয়ামী লীগ


২৮ মার্চ ২০২৩ ২১:৪০

উন্নয়নের দেশ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাস্তাঘাট স্কুল কলেজ উন্নয়নসহ আওয়ামী লীগ সরকার হাতে নিয়েছেন একাধিক মেগা প্রকল্প সহ নানা মুখি কার্যক্রম। এসকল কার্যক্রমে খুশি নয়, বিরোধী দলের পক্ষ।

এমতাবস্থায় বিএনপি দলীয় নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে করছেন আন্দোলন সংগ্রাম। কোনভাবেই বাংলাদেশের উন্নয়নেকে বাঁধাগ্রস্থ না করতে পেরে অপকৌশল করে আওয়ামী লীগে প্রবেশ করে, ক্ষমতাশীন দলের ত্যাগী আওয়ামী লীগের নেতাকর্মীর মাঝে বাধিয়ে দিচ্ছেন বিশৃঙ্খলা। এমন অভিযোগ করছেন আওয়ামী নেতারা।

খোঁজ নিয়ে জানা যায়, গাজীপুর মহানগর কাশিমপুর মেট্রো থানার ১নং ওয়ার্ডে আব্দুস সালাম (আব্বাস) নামে এক ব্যক্তি দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন। আওয়ামী সরকারের বিরুদ্ধে করেছেন সভাসমাবেশ। তার বিরুদ্ধে রয়েছে রাষ্ট্রবিরোধী জ্বালাও পোড়াও, ধর্ষণ মামলাসহ একাধিক অভিযোগ। সেই আব্বাস বর্তমানে আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ নেতাদের সাথে সক্ষতা গড়ে তুলে আওয়ামী লীগে প্রবেশ করে করছেন আওয়ামী লীগের সভাসমাবেশ। এবিষয়টি মেনে নিতে পারছেন না ত্যাগী আওয়ামী নেতাকর্মীরা। এজন্যই তাদের মধ্যে রয়েছে চাপা ক্ষোভ।

আওয়ামী একাধিক নেতাকর্মীরা বলছেন, আব্দুস সালাম (আব্বাস) বর্তমানে আওয়ামী লীগের মনোনীত কাশিমপুর ১নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে করবেন নির্বাচন। এই বিষয়টি নিয়ে আওয়ামী নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা।

জানা গেছে, নব্য আওয়ামী লীগ আব্দুস সালাম (আব্বাসের) বিরুদ্ধে উক্ত বিষয়ে একাধিক পত্র পত্রিকায় বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশের পরও তিনি রয়েছেন বহাল তবিয়তে। নির্বাচন করবেন আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে।

উক্ত বিষয়ে এলাকায় মধ্যে বইছে মিশ্র প্রতিক্রিয়া। আব্দুস সালাম আব্বাসের স্থানীয় মন্ত্রী মহাদয়ের সাথে সম্পর্ক ভালো থাকায় তিনি যা খুশি তাই করছেন বলে ও জানা যায়। বর্তমানে উক্ত বিষয় নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে থানায় চলছে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের।

ইতিমধ্যে হয়েছে গেছে রক্তক্ষয়ী সংঘর্ষ, থানায় দায়ের করা হয়েছে মিথ্যা মামলা। এলাকায় করা হয়েছে পাল্ট,পাল্টি মানববন্ধন।

এলাকাবাসী বলছেন, বিএনপি থেকে আসা হাইব্রিড আওয়ামী লীগ আব্বাসের খুঠির জোর কোথায় স্থানীয় প্রশাসন এবিষয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদী ১ নং ওয়ার্ডের সাধারণ মানুষ।