ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ফুলছড়িতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ


২৮ মার্চ ২০২৩ ০২:২৪

"কৃষিই সমৃদ্ধি"এই প্রতিপাদ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফুলছড়ি, গাইবান্ধার আয়োজনে সোমবার(২৭ মার্চ) সকালে ২০২২-২০২৩ অর্থ বছরে খরিফ-১/২০২৩-২০২৪ মৌসুমে উফশী আউশ ও পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় তিনহাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদ হাসান রিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান,জি এম সেলিম পারভেজ।

এ সময় আরো উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ,এ্যাড নুরুল আমিন,ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ কাওসার আলী সহ প্রমুখ।