ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


কোমরে পিস্তল গুঁজে ছবি পোস্ট: ছাত্রলীগ নেতা আটক


২৭ মার্চ ২০২৩ ০১:৫১

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি পোস্ট করা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিংকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শুভ্রদেব গত শনিবার কোমরে পিস্তল গুঁজে একটি ছবি পোস্ট করেন। ঘটনাটি মিডিয়ায়ও এসেছে। এতে জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। আমরা ওই পিস্তল সম্পর্কে জানতে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছাত্রলীগের এই নেতা অবশ্য দাবি করেন, ‘বোয়ালমারীর কাটাগড় মেলা থেকে তার ভাতিজার জন্য খেলনা পিস্তলটি কেনেন। জাস্ট শখ করে খেলনা পিস্তল কোমরে গুঁজে ছবি তুলে পোস্ট করেন। এরপর অনেকে নানা কমেন্ট করার পরে ছবিটি ডিলিট করে দিয়েছি।’

আইকে