ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


চরফ্যাশন আধুনিক হাসপাতালের দেয়া রক্তের গ্রুপিং রিপোর্ট ভুয়া প্রমানিত!


২৬ মার্চ ২০২৩ ০৩:৫৪

ভোলার চরফ্যাশনের মানুষের কাছে উন্নত চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের রক্তের গ্রুপিং রিপোর্ট চরফ্যাশনের অন্য ৩ বেসরকারি হাসপাতালের পরীক্ষায় ভুয়া প্রমানিত হয়েছে।

জানা গেছে, গত ৩মার্চ রুজিনা (২৫) নামের এক মহিলা রোগী আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে গেলে সেখানে কর্মরত গাইনী চিকিৎসক তাকে চিকিৎসার প্রয়োজনে রক্তের গ্রুপিং রিপোর্ট করতে বলেন। রোগীর স্বজনের রোগীর রক্ত দিয়ে রিপোর্ট সংগ্রহ করেন। আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের রোগীর রিপোর্ট A + আসে।

অথচ ২৫ মার্চ চরফ্যাশন সেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ফাস্ট কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ও এসটিএস হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করলে রক্তের গ্রুপিং রিপোর্ট AB + আসে। রিপোর্ট A+, AB+ দেখে রোগীর স্বজনেরা চিন্তিত হয়ে পড়েন।

এ ব্যাপারে জানতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাহাবুব কবির বলেন,গাইনী রোগী বিশেষ প্রয়োজনে রক্তের গ্রুপ জেনে নেন,যেন প্রসূতিকালীন রক্তের প্রয়োজন হলে অন্যের কাছ থেকে রক্ত সংগ্রহ করতে পারেন। কিন্তু ভুল রিপোর্টের কারণে রোগীর শরীরে অন্য গ্রুপের রক্ত দিলে ওই রোগীর জ্বর, খিচনিসহ মৃত্যুর ঝুঁকি থাকে। তিনি আরও বলেন রক্তের গ্রুপ কখনও পরিবর্তন হয়না।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, বিষয়টি অত্যান্ত ভয়ানক। সচেতন মহল ভুল রিপোর্ট প্রদানকারী আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্হা গ্রহণে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।