মালিবাগে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের সঙ্গে সোহাগ পরিবহনের একটি বাসের সংঘর্ষ ঘটেছে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। তবে ব্যাপক হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা।
আজ বুধবার (২২ মার্চ) রাত ৯টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা) খায়রুল কবির বলেন, ‘রাত ৯টা ১০ মিনিটে রাজধানীর মালিবাগ লেভেল ক্রসিংয়ে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস সোহাগ পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। তবে বাসে কোনও যাত্রী ছিল না। বাসের চালক ও হেলপার সুস্থ আছেন।’
এদিকে, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, ‘মালিবাগে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছে ও কাজ করছে।’
এ ঘটনায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। উদ্ধার তৎপরতা চলছে।
আইকে