সাদুল্লাপুরে জাতির জনকের জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গাইবান্ধার সাদুল্লাপুরে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২১ মার্চ (মঙ্গলবার) উপজেলার জয়েনপুর আদর্শ কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ জলিল সরকার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহেল কবির ফারুক।
অনুষ্ঠানে সহস্রাধিক লোকের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।