রূপগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে রোডের কাঞ্চন এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (২১ মার্চ) এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে ভুলতা গাউছিয়াগামী যাত্রীবাহী একটি প্রাইভেটকার কাঞ্চন ব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ আরও তিনজনকে জব্দ এবং চালক শাকিল মিয়াকে আটক করেছে।