ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


মেজর মান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা


২১ মার্চ ২০২৩ ০৩:০৬

তিন কোটি ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল কোম্পানী লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) এম এ মান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে এ মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, বিআইএফসির প্রাক্তন চেয়ারম্যান মেজর (অব.) এম,এ মান্নান এবং তার প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মকর্তারা পরস্পর যোগসাজসে, একে অন্যের সহায়তায় প্রতারণামূলকভাবে মেট্রোপলিটন সিএনজি লিমিটেডের মালিক মো. আকবর হোসেন-এর নামে নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ছয় কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখায়।

ওই ঋণের টাকা পরিশোধ না করে গ্রাহকের কাছে পাওনা তিন কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা। আত্মসাত করে দন্ডবিধির ৪০৬/৪০৯/৪২০/১০৯ ধারা এবং তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ করেছেন। তাই দুদক তাদের বিরুদ্ধে এ মামলাটি করে।

আইকে