ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ফেনীতে ঘর বুঝে পাবে আরও ২২৭ ভূমিহীন পরিবার


২১ মার্চ ২০২৩ ০০:১২

ফেনীতে আরও ২২৭ ভূমিহীন ও গৃহহীন পরিবার গৃহসহ ভূমি পাচ্ছে । সোমবার (২০মার্চ) বিকাল ৫টার দিকে এ তথ্য জানান অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার।

তিনি জানান, আগামী বুধবার চতুর্থ পর্যায়ে সোনাগাজীতে ১৩২ পরিবার ও দাগনভূঞাতে ৯৫ পরিবারকে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিসহ ঘরগুলো বুঝিয়ে দেওয়া হবে। নির্ধারিত ২২৭ পরিবারসহ জেলায় মোট ১ হাজার ৪৯২ পরিবারকে দুই শতক ভূমিসহ ঘর বুঝে পেল।

জেলাপ্রশাসকের রাজস্ব শাখা সূত্র জানায়, জেলায় ২ হাজার ৪১ পরিবারকে ভূমিহীন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতোপূর্বে ফেনী সদরে ৩৩১ পরিবার, ছাগলনাইয়ায় ১৫০ পরিবার, পরশুরামে ৯৫ পরিবার এবং ফুলগাজী ৯৪ পরিবারকে ভূমিসহ ঘর বুঝিয়ে দেওয়ার মাধ্যমে ওই চার উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া সোনাগাজীতে নির্ধারিত ৯৫৮ ভূমিহীন পরিবারের মধ্যে ৩৩২ পরিবার এবং দাগনভূঞায় ২৬৩ পরিবারকে তৃতীয় পর্যায় পর্যন্ত ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) জানান, জেলায় অবশিষ্ট ভূমিহীন রয়েছে ৬৪৯ পরিবার।